উলুবেড়িয়ার মানুষকে অত্যাধুনিক চিকিৎসার সুযোগ দিতে এলাকার সঙ্গে বিভিন্ন ভাবে যুক্ত কয়েকজন চিকিৎসক এখানে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করেন। সানরেস লাইফকেয়ার প্রাইভেট লিমিটেড পরিচালিত আজকের ‘সান মাল্টিস্পেসালিটি হসপিটাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টার’ সেই স্বপ্নেরই বাস্তবায়ন। আজ শুধু উলুবেড়িয়া নয় আশপাশের সকল গ্রাম শহরের মানুষ জনের প্রয়োজনে এই হাসপাতালের যাত্রা শুরু হল। ষোলই জানুয়ারি সন্ধায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রাক্তন ফুটবোলার ও উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিদেশ রঞ্জন বসু, বাগনানের মাননীয় বিধায়ক শ্রী অরুণাভ সেন, উলুবেরিয়া পৌরসভার সভাপতি শ্রী অভয়কুমার দাস, সহ-সভাপতি শেখ ইমানুর রহমান হাসপাতালের দ্বারোদ্ঘাটন করেন। বিশিষ্ট জনের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রাণপুরুষ প্রখ্যাত অর্থপেডিক সার্জন ডা. সুদীপ্ত ঘোষ, ডা. কৌশিক সরকার, ডা.দেবাশীষ রায় ও অন্যান্য চিকিৎসকেরা।
ঊলুবেরিয়ার উড়িষ্যা ট্রাংক রোডের যেখানে ‘সান মাল্টিস্পেসালিটি হসপিটালের অবস্থান, সেটিকে হাসপাতালপাড়া বললে অত্যুক্তি হয় না। কিন্তু শুরুতে একশকুড়ি শয্যার এই হাসপাতাল শহরের অন্য সব স্বাস্থ্যকেন্দ্রের থেকে সবদিক থেকেই অনন্য। উলুবেড়িয়াতে সর্ব প্রথম এই হাসপাতালই নিয়ে এল ল্যামিনার ফ্লোর যুক্ত তিনটি অতাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। পেসমেকার বসান বা হাঁটু প্রতিস্থাপনের মতো আধুনিক চিকিৎসার ব্যবস্থার সঙ্গে থাকছে অত্যাধুনিক লেবাররুম ও সুলভ ডায়লিসিস ইউনিটও।
মঞ্চে উপস্থিত বক্তারা নতুন এই উদ্যোগকে শুভেচ্ছা জানান ও হাসপাতালের সাফল্য কামনা করেন। হাসপাতালের অন্যতম কর্ণধার ডা. সুদীপ্ত ঘোষ জানান প্রথমে পঁচিশটি ICU ও HDU শয্যা নিয়ে এবং সঙ্কটাপন্ন নবজাতকদের চিকিৎসার জন্য NICU নিয়ে ক্রিটিকাল কেয়ার ইউনিট চালু হলেও ভবিষ্যতে ICU'র শয্যা সংখ্যা পঞ্চাশটি পর্যন্ত বাড়ান হতে পারে। হাসপাতালের আউটডোর ও ইনডোরে যেমন সবসময়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকবেন তেমনই এখানকার ডায়গনিস্টিক সেন্টারেও থাকবে সবধরণের রক্ত পরীক্ষা ছাড়াও আলট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, ইকো-কার্ডিওলজি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, ইইজির মতো অত্যাধুনিক পরীক্ষার সুযোগও।
0 Comments