Ticker

6/recent/ticker-posts

শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন "তরুমুল নিকেতন" এর উদ্যোগে হয়ে গেল "wintry হুল্লোড় "বার্ষিক অনুষ্ঠান


রাজকুমার দাস

সম্প্রতি বাঙ্গুর কলকাকলি মুক্ত মঞ্চে "Wintry হুল্লোড়"-শীর্ষক এক শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল "তরুমুল নিকেতন"।যেখানে নাচ গান সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ জমজমাট ভাবে আয়োজিত হয়।সংস্থার প্রিন্সিপাল  তন্মনা চ্যাটার্জী),সহযোগিতায় ছিলেন এস ক্রিয়েশন্স অরিজিনালস্ :(স্রষ্টা :সন্দীপন দাস),ইনফাইনাইট জেস্ট  (স্রষ্টা :অপরাজিতা ভট্টাচার্য্য) এবং আর. সি. প্রোডাকশন স্রষ্টা :রঞ্জিত চক্রবর্তী)। শিল্প কলা কিংবা সাংস্কৃতিক বিনোদন মানুষকে মানসিক ভাবে অনেকটাই সতেজ রাখতে সাহায্য করে আর সেই এনার্জি কে সাথে নিয়ে বলা যায় লকডাউনের মানসিক যন্ত্রণাকে দূরে সরিয়ে তরুমুল নিকেতনের এই প্রয়াস সত্যিই যথার্থ।বাংলা আসাম সহ অন্যান্য দূর দূরান্ত থেকে তাঁদের বহু শিক্ষার্থী ও শুভান্যুধায়ীরা এতে অংশ নেন।

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে "তরুমুল নিকেতন" থেকে শিক্ষক ও শিক্ষিকা: কবিতা পাঠে দীপ্ত দাশগুপ্ত, গানে আত্রেয়ী নাগ সরকার, নৃত্যে সুদেষ্ণা দে এবং আবৃত্তিতে তন্মনা চ্যাটার্জী তাঁদের স্বমহিমায় পারফরম্যান্স করেন।



ছাত্র-ছাত্রী : আবৃত্তি ও নৃত্যে সুজাতা মন্ডল ,আবৃত্তিতে দেবাশীষ সরকার, গানে সন্দীপা চক্রবর্তী, নাচে ও আবৃত্তিতে অন্বেষা তিওয়ারী, গানে ও আবৃত্তিতে ঈশানী নাগ এবং আবৃত্তিতে দীপ্তি সিনহা প্রমুখদের অংশগ্রহণ ছিল বেশ নজর কাড়া।



ইনফাইনাইট জেস্ট এবং এস ক্রিয়েশন্স অরিজিনালস্ এর মিলিত প্রয়াসে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একটি নাটক "একটুখানির জন্য" উপস্থাপিত হয় । অভিনয় করেন অপরাজিতা ভট্টাচার্য্য, তন্মনা চ্যাটার্জী, সৈকত.সুমন, সত্যম দেব রায় এবং দেবাশীষ সরকার।

আর.সি.প্রোডাকশন থেকে রঞ্জিত চক্রবর্তী গান ও মাউথ অর্গান পরিবেশন করেন , গানে পার্থ রায় এবং তাপসী দত্ত। আমন্ত্রিত শিল্পী হিসেবে ছিলো তালাম ডান্স গ্রুপ ,একক নৃত্যে প্রকৃতি অধিকারী এবং সৈকত.সুমন, স্বরচিত কবিতা পাঠে ছিলেন অরিন্দম দে, গানে ছিলেন মন্দিরা ভট্টাচার্য, ব্যান্ড- কোরালস্ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী সত্যম দেব রায়।



সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা : দেবাশীষ সরকার ও তন্মনা চ্যাটার্জী।অনুষ্ঠানে"বৃহন্নলা"-নৃত্য নাটকে শিল্পী সুদেষ্ণা দে সুন্দর ভাবে তার নাচ উপস্থপনা করেছেন যা বাস্তব সমাজকে আঙ্গুল দিয়ে দেখাতে পেরেছে আজকের যুগে সবাই সমান,কোনো জেন্ডার উঁচু নীচু নয়, সব মানুষই একই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  স্থানীয় বাঙুরের কাউন্সিলর শ্রীমতি বনশ্রী চ্যাটার্জী তিনি সংস্থার সকলে শুভেচ্ছা জানান এবং সর্বদা পাশে  যেকোনো শুভ কাজে থাকবেন বলে আসস্থ করেন।

Post a Comment

0 Comments