Ticker

6/recent/ticker-posts

১ম আন্তর্জাতিক নম:শূদ্র - মতূয়া সাহিত্য - সংস্কৃতি সম্মেলনে হয়ে গেল মৌলালী যুব কেন্দ্রে

রাজকুমার দাস: সমাজে জাতি, ধর্ম, বর্ণ, বিদ্বেষ নিয়ে লড়াই নয় বরং মানুষের পরিচয় নিয়ে সকলের পাশে দাঁড়াতে হবে মূলত এই বার্তাই ছড়িয়ে দিল অল ইন্ডিয়া মতুয়া, নম:শূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ। রবিবার কলকাতার মৌলালী যুব কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে ঐক্যের বার্তা দিলেন উপস্থিত সদস্যরা। এদিন ১ম আন্তর্জাতিক নম:শূদ্র - মতূয়া সাহিত্য - সংস্কৃতি সম্মেলনে ভারত, বাংলাদেশ, ভূটান, নেপাল থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এদিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক রঞ্জিত সরকার,প্রদীপ অধিকারী, ভুটানের প্রতিনিধি মি. জ্যাকসন ছেকু দুকলা, বাংলাদেশের প্রতিনিধি মীর আব্দুল আলিম, অধ্যাপক রাজেশ হরিচন্দ্র ভৈটে সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে নম:শূদ্র ,মতুয়া, উদ্বাস্তুদের  নারী,শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও সাহিত্য বিষয়ে আলোচনা উঠে আসে। পাশাপাশি নমঃশূদ্র জাতিগোষ্ঠীর উৎপত্তি ও সংক্ষিপ্ত ইতিহাস, মতুয়া সংগঠনের উৎপত্তি, ও ইতিহাস তুলে ধরা হয়।

Post a Comment

0 Comments