Ticker

6/recent/ticker-posts

UK NEWS বাংলা । শারদ সংখ্যা ২০২৩ !














মা দূর্গা
প্রদীপ পাল

বর্ষার শেষে শরৎ ঋতু...
মা দুর্গার আগমন
ঢাকের আওয়াজ, ফুলের সুবাস,
রোদ ঝলমল প্রকৃতি আজ কাশ ফুলেতে মেলেছে মন।
 অসুর নাশিনী মা আমার এসেছে
এ ধরাধামে
ছেলে মেয়ে সঙ্গে লয়ে
মানুষের মঙ্গল সাধনে ।
চারিদিক আলোর বাহার,
আনন্দে মাতামাতি
শরীরে নতুন পোশাক,খাবার রকমারি ।
"মা" গো অনেকেই যে আছে তাদের হয়না নতুন জামা আর নতুন শাড়ি
কি দোষ করেছে "মা"তারা
কেন পারেনা
এই ৪-৫টা দিনের আনন্দটা
 করতে ভাগাভাগি
 যাদের আছে তাদের দিলে আরও দুহাত ভরে
 আরও যে আছে "মা" গো কাঁদছে বসে পথে
তাদের অশ্রু নয় "মা"গো
রক্ত তে দু চোখভাসে
পুতুলের আছে নতুন পোশাক, মানুষের নাই
 আমরা আজ পরিনত হয়েছি
 মৃত প্রায় খেলনায়।
তবুও
"মা"গো তোমার আগমনে আনন্দের সমাগম
"মা"তোমার যাবার বেলায় বিষণ্নতার আগমন
 দুর্গা দূর্গতি নাশিনী
 "মা" সকলের করো মঙ্গল
করো আশীর্বাদ
তুমিও ভালো থাকো
আর ভালো হোক সবার |

 

 

 


  


Post a Comment

0 Comments