Ticker

6/recent/ticker-posts

মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ মেলা চালু করতে এলেন মন্ত্রী, সুজয় ও মনোজের কোন্দল প্রকাশ্যে


নিজস্ব সংবাদদাতা, হাওড়া ২৮ ডিসেম্বর, ২০২৩:  বৃহস্পতিবার বেলায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে রওনা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, বুধবার বন্ধ করে দেওয়া হাওড়া ক্রিসমাস কার্নিভাল অবিলম্বে চালু করার। আর তার নির্দেশ পাওয়ার পরই বন্ধ কার্নিভাল চালু করতে ময়দানে নামেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে তিনি হাওড়ার ইকো পার্কে আসেন, পার্কে ঢোকার মুহূর্তে তার সঙ্গে ছিলেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী,ও শিবপুর হাওড়ার বিধায়ক, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মন্ত্রী পার্কের ভিতর ঢুকে গেলেও হঠাৎ সুজয় চক্রবর্তীকে পিছন থেকে হাত দিয়ে টেনে ধরে আটকে দেন মনোজ। এর পরই দুই নেতার গোষ্ঠীর লোকেরাই একে অপরের দিকে তেড়ে আসে। সুজয় চক্রবর্তীকে লক্ষ করে ' চোর চোর চোট্টা' শ্লোগান দেন মন্ত্রী  মনোজের অনুগামীরা। উপস্থিত মন্ত্রী অরূপ বিশ্বাস সুজয় চক্রবর্তীকে হাত দিয়ে সরিয়ে ভিতরে ঢুকিয়ে নেন। যদিও পার্কের মঞ্চের সামনে দুই নেতার গোষ্ঠীর লোকেদের মধ্যে বাদানুবাদ চলতে থাকে। ঘটনাস্থলে হাওড়ার মুখ্য নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। 

উল্লেখ্য বৃহস্পতিবার হাওড়ার কার্নিভাল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে বলেন, 'যারা গন্ডগোল করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছি।ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। এসব কাজ আমি বরদাস্ত ও সাপোর্ট করিনা। কার্নিভাল কমিটিকে বলেছি আজই কার্নিভাল চালু করতে হবে। পার্কিং নিয়ে সমস্যা হলে প্রশাসনকে জানানো দরকার ছিলো। মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেছি এসে কথা বলতে।' আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে এসে সুজয় চক্রবর্তী ও মনোজ তিওয়ারির গোষ্ঠীর দ্বন্দ্বে যথেষ্টই বিড়ম্বনার মুখে পড়তে হয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে।


Post a Comment

0 Comments