Ticker

6/recent/ticker-posts

প্রজ্ঞাভারতী মহাবিদ্যালয়ের ২৩ তম সমাবর্তন সহ স্বনির্ভরতা প্রয়াসের আহবান অনুষ্ঠান


রাজকুমার দাস, কলকাতা; ১২ জানুয়ারি, ২০২৪: প্রজ্ঞাভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে কলকাতায়  মহাবধি সোসাইটি হলে  ১২ই জানুয়ারি হয়ে গেল বৃত্তিমূলক কাজের আহ্বান সহ ২৩তম সমাবর্তন অনুষ্ঠান। বিগত ২৩ বছর ধরে সংস্কৃতি সহ পুরোহিতের পঠন পাঠন করানো হয় উক্ত মহাবিদ্যালয়ে। কিন্তু শুধু পড়ে সার্টিফিকেট দিয়েই তারা শান্ত থাকতে চায় না,তাই নানাবিধ উপার্জন মুখী বৃত্তিমূলক শিক্ষার ও সমাজ শিক্ষার মাধ্যমে স্বনির্ভর কর্মসংস্থান কিভাবে স্বার্থক রূপায়ণ করা যায় সে নিয়ে উদ্যোগী হয়েছে। এদিন অনুষ্ঠানের শেষে মহা বিদ্যালয়ের সচিব সব্যসাচী মুখার্জী সহ সভাপতি মানস নন্দী আগামী কর্মসূচি সহ প্রশিক্ষণ শিবিরের সম্পর্কে বিস্তারিত জানান। অনুষ্ঠানে আইনজীবী অচিন্ত ব্যানার্জী,শিবপুর বি ই কলেজের প্রাক্তন অধ্যাপক তাপস গাঙ্গুলি সহ অন্যান্য অতিথী রা এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।এই প্রয়াস কে সামনে রেখে এগিয়ে চলুক প্রজ্ঞা ভারতী মহাবিদ্যালয়।

Post a Comment

0 Comments