Ticker

6/recent/ticker-posts

'কফি হাউসের সেই আড্ডাটা' গানকে ভিত্তি করে তৈরি হয়েছে বাংলা কাহিনী চিত্র 'কফি হাউস'


উজ্জ্বল সরকার

কলকাতা ৪ অক্টোবর ২৪ : 'হোয়াইট হর্স পিকচার' প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'কফি হাউস' মুক্তি পাচ্ছে এ বছরের শেষে। তার আগে প্রচার সারলেন এই ছবির নায়িকা সঙ্গীতা কোনার এবং সঙ্গীতশিল্পী বিনোদ রাঠোর। সেই সঙ্গে ছবির পোস্টারও প্রকাশ হল।


'কফি হাউস'-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, মান্না দের গাওয়া "কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই"- গানটিকে ভিত্তি করেই এই ছবির গল্প। লিখেছেন পরিচালক বিশ্বজিৎ ঘোষ। গানের 'সুজাতা'কে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের গল্প এগিয়েছে। সুজাতার চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার। শেষে সুজাতা, অমল ও রমার কি হবে সেই রহস্য এখনই প্রকাশ করতে চাননি নায়িকা।


দেড় ঘন্টার এই কাহিনীচিত্রের শুটিং প্রায় শেষ। একটাই গান রয়েছে ছবিতে। টাইটেল সং। গেয়েছেন সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর। গানের কথা লিখেছেন আদৃতা ঝিনুক।‌ সুর দিয়েছেন পূজা আচার্য। সঙ্গীত পরিচালনায় অলি মন্ডল। গানের রেকর্ডিং করতে মুম্বাই থেকে উড়ে এসেছেন বিনোদ রাঠোর। দমদম ক্যান্টনমেন্টের 'স্টুডিও ওএইচডি' তে সদ্যই গান রেকর্ড হয়েছে। বাংলা গান, বিশেষ করে কফি হাউসের মতো নস্টালজিক গানের আদলে লেখা গান গেয়ে আপ্লুত বিনোদ রাঠোর।


Post a Comment

0 Comments