Ticker

6/recent/ticker-posts

স্টুডেন্টস হেলথ হোমের পদযাত্রা : হাঁটো সুস্বাস্থ্যের সন্ধানে, বাঁধো মানবতার বন্ধনে

রাজকুমার দাস; কলকাতা, ২২ মার্চ; ২০২৩ :  সকলের স্বাস্থ্যের দাবিতে বাৎসরিক পদযাত্রা স্টুডেন্টস হেলথ হোম আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বহুবিধ কারণে বিগত দুই দশক এই পদযাত্রা সংগঠিত করা যায় নি। সম্প্রতি স্টুডেন্টস হেলথ হোম আন্দোলনকে ঘিরে যে নতুন উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে তাকে আরও সুসংহত করার লক্ষ্যে আমরা এবছর আবার পদযাত্রা ফিরিয়ে আনছি, রাজ্য ব্যাপী বিস্তৃত ৩২টি আঞ্চলিক কেন্দ্রে এই পদযাত্রা হচ্ছে। পরিশেষে কেন্দ্রীয়ভাবে কলকাতায় আগামী ৭ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবসে। কলকাতা ধর্মতলা থেকে মৌলালীর রামলীলা ময়দানে। 

বাংলার ঐতিহ্যবাহী স্বাবলম্বী ছাত্র স্বাস্থ্য আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রামের নির্যাস পুষ্ট স্টুডেন্টস হেলথ হোমের অনুদান ২০১২ সালে সরকার স্থগিত করে দেয়। পরবর্তী কালে নির্বাচিত বিদ্যালয় পরিচালন সমিতিগুলিও ভেঙে দেওয়ায় হোমের সদস্য সংগ্রহও কঠিন হয়ে পড়ে। এমন বিপরীত স্রোতেও হোম হারিয়ে যায়নি। সংগঠকদের নিরলস প্রচেষ্টা ও দরদী মানুষের সমর্থনকে হাতিয়ার করে হোম আবার ঘুরে দাঁড়াচ্ছে। অর্থ সংগ্রহের নিরিখে ২০-২১ সালে স্টুডেন্ট হেলথ হোমের সদস্য সংখ্যা ২লক্ষ ছাত্রছাত্রী থেকে ২১-২২ সালে ৫ লক্ষ এবং ২২-২৩ সালে তা ৮ লক্ষ ছাড়াচ্ছে। ইঙ্গিত স্পষ্ট। ক্রমবর্ধমান বৃদ্ধির পথে হাঁটছে স্টুডেন্টস হেলথ হোম। তাই আরও একটি সাহসী পদক্ষেপে আমরা।

১৯৫২ সালে স্টুডেন্টস হেলথ হোম যাত্রা শুরু হয়েছিল ধর্মতলায় ডাঃ অমিয় বসুর চেম্বারে। তাই ৭ই এপ্রিল, ২০২৩, সকাল ৮.৩০ থেকে ধর্মতলার Y চ্যানেল থেকে শুরু হবে পদযাত্রা। কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরে মৌলালী মোড়ে স্টুডেন্টস হেলথ হোমের বর্তমান কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হবে পদযাত্রা। আনুষ্ঠানিক ভাবে মৌলালীর রামলীলা ময়দানে হবে সমাপ্তি অনুষ্ঠান। ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতা মূলক প্রচার ছাড়াও এই পদযাত্রার লক্ষ্য হোমের বর্তমান কর্মকান্ডগুলি জনসমক্ষে তুলে ধরা।  


কী করে স্টুডেন্টস হেলথ হোম

* ছাত্রদের শাশ্বত অধিকার অক্ষুন্ন রেখে সর্বসাধারণের জন্য চালু হওয়া স্টুডেন্টস হেলথ হোমের ন্যায্য মূল্যের হাসপাতাল ।

* "হাতে কলমে স্বাস্থ্য পরীক্ষা" প্রশিক্ষণের মাধ্যমে রোগ প্রতিরোধে মধ্যস্তর তৈরি করা  

* মানসিক স্বাস্থ্য কর্মশালা 

* সুস্থ জীবন প্রণালী প্রশিক্ষণ 

* প্রাথমিক শুশ্রূষা প্রশিক্ষণ 

* ধারাবাহিক রক্তদান ও এ সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর সম্বলিত "রক্তদানের টুকিটাকি" পুস্তিকা।

* রাজ্য ব্যাপী বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

* কার্যকরী Website, নিজস্ব YouTube channel

* ইয়াস, বন্যা ও করোনাকালীন স্টুডেন্টস হেলথ হোমের কাজ ইত্যাদি।

ছাত্রছাত্রী এবং হোমের শিক্ষক ও চিকিৎসক বন্ধুরা ছাড়াও স্টুডেন্টস হেলথ হোম দরদী ও বিশিষ্ট মানুষেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। 

ধন্যবাদান্তে 

ডাঃ গৌতম মুখোপাধ্যায় (সভাপতি) 

ডাঃ পবিত্র গোস্বামী (সাধারণ সম্পাদক)

Post a Comment

0 Comments