Ticker

6/recent/ticker-posts

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে বর্ণাঢ্য প্রভাত ফেরী সুভাষগ্রামে

রাজকুমার দাস, কলকাতা; ৯ মে, ২০২৩: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তীতে রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দের পক্ষ থেকে  সকালে  বর্ণাঢ্য প্রভাত ফেরীর  আয়োজন করা হয় । এই  প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিল বেশ কিছু জনপ্রিয় স্কুল। সুভাষগ্রামের জনপ্রিয় ইংরেজি মাধ্যম স্কুল বিবেকানন্দ একাডেমি, নেতাজি সুভাষ চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট, জেমস পাবলিক স্কুল,  কোদালিয়া বয়েস স্কুল, সুভাষগ্রাম নব তারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রামকৃষ্ণ অ্যাক্যাডেম, ললিতকলা একাডেমী, পায়েলি নৃত্য  কেন্দ্র। এছাড়াও সুভাষগ্রাম সুভাষগ্রাম পল্লী মঙ্গল সমিতি, সুভাস গ্রাম শান্তি সংঘ, সুভাষগ্রাম ইয়ংস্টাব ক্লাব আপনজন ক্লাবের সদস্যরা এই প্রভাতফেরিত অংশগ্রহণ করেন। এই  বর্ণাঢ্য প্রভাত ফেরিতে নেতৃত্ব দেন  ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার মহাশয়,  এই ওয়ার্ডের  সভাপতি অভিজিৎ রায়  অংশগ্রহণ করেছিলেন   থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী ও গুণী মানুষেরা।  ছিলেন শিক্ষক  অরুণ দে, নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের শম্ভু সাউ, বিবেকানন্দ স্কুলের সমীর মন্ডল স্যার, কোদালিয়া স্কুলের শিক্ষক সুব্রত মন্ডল, হরিনাভি স্কুলের জহরলাল নাইয়া  স্যার, জেমস স্কুলের অসীম চক্রবর্তী স্যার, কনক স্যার নিমাই স্যার, লাবণ্য এবং পায়েল নৃত্য একাডেমির শিক্ষিকা, অলোক স্যার,  ছিলেন নেতাজি স্কুলের শিক্ষক নিমাই স্যার, বিশিষ্ট শিক্ষক তাপস মন্ডল এবং বিপ্রদাস চ্যাটার্জি স্যার। শর্বপরী এলাকার খুদে পড়ুয়াদের অংশগ্রহণে এই প্রভাত ফেরী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments