রাজকুমার দাস, কলকাতা ১৪ জুলাই, ২০২৩: প্রতিবছরের ন্যায় কলকাতা প্রেস ক্লাবে বৃক্ষ রোপন উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন প্রেস ক্লাবের মাঠে গাছ রোপন করেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ফরেস্ট অফিসার রামপ্রসাদ বাদানা। এই বনমহোৎসব বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দফতরের অফিসার অনিন্দ্য গুহ, প্রবীর কুমার চ্যাটার্জি এবং কলকাতা প্রেস ক্লাবের সম্পাদককিংশুক প্রামাণিক সহ অন্যান্যরা।
ডেপুটি ফরেস্ট অফিসার রামপ্রসাদ বাদানা জানান এই বর্ষায় আমরা প্রতি বছর এই সময় এক সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ পালন করছি। এবার ২৫ লক্ষ্য গাছ আমরা বসাবো। এটাই আমাদের লক্ষ্য। যারা নির্বিচারে গাছ কাটছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ও হচ্ছেআমাদের ওয়েবসাইটে অভিযোগ জানানোর টোল ফ্রী নাম্বার ও আছে। আর প্রাকৃতিক দুর্যোগ এ যে সব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আরো নতুন গাছ লাগানো হয়েছে। এরফলে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা সম্ভব। প্রেস ক্লাবের পক্ষ থেকে রামপ্রসাদ বাদানা র হাতে পুষ্প স্তবক, স্মারক তুলে দেন ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। এইদিন সকল সাংবাদিকদের হাতে চারা গাছ বিতরণ করা হয়।
0 Comments