Ticker

6/recent/ticker-posts

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চব্বিশ পেরিয়ে পঁচিশে পা দিল ডঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড


রাজকুমার দাস

দেশের অন্যতম সেরা এবং বিশ্বস্ত হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী সংস্থা হিসেবে সাফল্যের নজির সৃষ্টি করেছে ডঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। হোমিওপ্যাথির মাধ্যমে মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করছেন সংস্থার কর্ণধার শ্রী চঞ্চল চন্দ্র দেব। সম্প্রতি তাজ বেঙ্গল হোটেলে অনুষ্ঠিত হলো ডঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এর বার্ষিক সম্মেলন।আগামী বছর অর্থাৎ সংস্থার রজতজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে সর্বভারতীয় সম্মেলনের আনুষ্ঠানিক ঘোষণা করেন শ্রী চঞ্চল চন্দ্র দেব।উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।প্রান্তিক গ্রামাঞ্চলের চিকিৎসক থেকে বিদেশে কর্মরত চিকিৎসকবর্গকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ডঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড হোমিওপ্যাথির সাথে যুক্ত যে কোন সংগঠনের সাথে হাতে হাত রেখে এগিয়ে চলতে অঙ্গীকারবদ্ধ; বেঙ্গল হোমিওপ্যাথিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BHMA), ফেডারেশন অফ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া,দি হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (HMAI), ডক্টরস ফোরাম, প্রগতিশীল হোমিওপ্যাথিক ফোরাম এবং  হোমিওপ্যাথিক কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন প্রভৃতি সংস্থার পাশে অতীতের মতই মানবিক এবং আর্থিকভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি রাখেন তিনি। হোমিওপ্যাথির মূল ধারার ঔষধ অর্থাৎ ডাইলুশন, মাদার টিংচার, বায়ো কেমিক ঔষধকেই সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি গবেষণা ভিত্তিক আধুনিক ঔষধ বাজারজাত করাই সংস্থার সাফল্যের মূল চাবিকাঠি বলে ধারণা করেন চিকিৎসক মহল। তারই ফলশ্রুতি হিসেবে নতুন ভাবে বাজারজাত হল আর্নিকা হেয়ার অয়েল এবং পেট্রোলিয়াম জেলি, এছাড়াও ডাঃ এস সি দেব'স আয়ুর্বেদার হাত ধরে উদ্বোধন হলো রিল্যাক্স ট্যাবলেট এবং রুপ অলিভ অয়েল। ডাঃ এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এর রিউমালিন ট্যাবলেট এবং রিউমালিন ফোর্ট ট্যাবলেট ইতিমধ্যেই চিকিৎসক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। কলেজ, হাসপাতাল, সরকারি চিকিৎসা কেন্দ্রে হোমিওপ্যাথিক ওষুধ সরবরাহ করার পাশাপাশি আবগারি দপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন হোমিওপ্যাথিক সংস্থাকে ইথাইল অ্যালকোহল সরবরাহ করে থাকে এই স্বনামধন্য প্রতিষ্ঠান।



Post a Comment

0 Comments