আধুনিক চিকিৎসা বিজ্ঞান রক্ত পরীক্ষা সহ নানান পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তি করে এগিয়ে চলেছে। এদিকে টেস্ট করাতে আম জনতার অনীহা চিরকালীন। বিশেষ করে স্বাভাবিক ফল পেলে মানুষ মনে করে ডাক্তাররা ইচ্ছে করে টেস্ট করিয়েছেন। ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়, এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার চিকিৎসকরা রোগীদের আরও নিখুঁত চিকিৎসা দেবার উদ্দেশ্যে The Association of Laboratory Medicine (ALM). নামে একটি সংগঠন শুরু করলেন। কলকাতার প্রেস ক্লাবে ২ রা জুলাই ২০২৫ বিকেলে ALM এর আনুষ্ঠানিক উদ্বোধন হল। পাঁচটি শাখা যেমন বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ট্র্যান্সফিউশন মেডিসিন এবং ল্যাবরেটরি মেডিসিনের প্রথিতযশা চিকিৎসকরা এই সংগঠনের মূল কাণ্ডারী। “বেটার হেলথ থ্রু ল্যাবরেটরি মেডিসিন” এই উদ্দেশ্যে পাঁচটি বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংগঠন তৈরি করা হয়েছে। নিজেদের মধ্যে অভিজ্ঞতা লব্ধ ফলাফলের আদান প্রদান সহ অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতির ব্যবহার, এবং পরীক্ষার গুণগত মাণ বাড়াতে নিয়ম কানুন মেনে চলার ব্যাপারে গুরুত্ব দেবেন।
সংগঠনের সভাপতি ডা তমালকান্তি ঘোষ জানালেন যে চিকিৎসকরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নিলে আখেরে জটিল ও মুমূর্ষ রোগীদের চিকিৎসায় ভাল ফল আশা করা যায়। ডা অশ্বিনী সেনগুপ্ত বললেন যে কন্টিনিউইং মেডিক্যাল এডুকেশনের ফলে চিকিৎসকরা অনেক সমৃদ্ধ হবেন। প্রসঙ্গত ভারতবর্ষে ল্যাবরেটরি মেডিসিন নিয়ে উল্লেখযোগ্য কাজ হলেও এঁদের নিজস্ব কোনও সংগঠন নেই। পাঁচটি বিশেষ শাখার চিকিৎসকদের একই ছাতার তলায় আনার ভাবনা দ্য অ্যাসোশিয়েশন ফর ডায়াগোনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিনের (ADML) অনুপ্রেরণায়। ALM এর পৃষ্ঠপোষক মণ্ডলীর মধ্যে আছেন ডা প্রদীপ মিত্র, ডা দেবাশিস বানার্জি, ডা এস এম নাদিম, ডা শঙ্কর সেনগুপ্ত এবং ডা শুশ্রুত সেন।
0 Comments